প্রবেশপত্রের জন্য প্রথমে এককপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (300 by 300 পিক্সেল এবং ফাইল সাইজ 100 কিলোবাইটের বেশি নয়) ও আবেদনকারীর স্বাক্ষর (300 by 80 পিক্সেল এবং ফাইল সাইজ 60 কিলোবাইটের বেশি নয়) স্ক্যান করে ২টি আলাদা jpg ফাইল তৈরী করে রাখতে হবে। প্রতিটি ইউনিটের জন্য আলাদাভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এবার নীচে আপনার Bill Number এবং DBBL Transaction ID (Txnid) ইনপুট করে লগ ইন বাটনে ক্লিক করুন।